Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

বাংলাদেশের মোট জনগোষ্ঠীর একটি অসাধারণ বৈশিষ্ট্য হচ্ছে যে, বসবাসরত জনসমাজের এক-তৃতীয়াংশই  যুবগোষ্ঠী এবং প্রবীণদের তুলনায় তাদের ব্যাপক প্রাণবন্ত উপস্থিতি ও পদচারণা দেশের সর্বত্রই মুখরিত। অন্যদিকে জাতির এ বর্তমান ও ভবিষ্যৎ, অফুরন্ত প্রাণশক্তির আধার  ও আত্মপ্রত্যয়ী  যুবগোষ্ঠীকে সুসংগঠিত ও সুসংহত করে রাষ্ট্রের আর্থ-সামাজিক বৃহত্তর উন্নয়নের স্বার্থে উৎপাদনশীল শক্তিতে সক্রিয় ও সার্থকভাবে রূপান্তরিত করাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহজাত ও সাংবিধানিক প্রত্যয় ও নিরন্তর প্রয়াস। আর এ অব্যাহত প্রচেষ্টার বাস্তব পরিস্ফুটন ও প্রতিফলন হলো  ১৯৭৮ সালে যুব মন্ত্রণালয়ের অভ্যূদয়। পরবর্তীতে তাকে আরো জননন্দিত করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হিসেবে পুন:নামকরণ করা হয়। মাঠ পর্যায়ে যুব কার্যক্রমের ব্যাপক প্রসারকল্পে ১৯৮১ সালে সৃষ্টি হয় যুব উন্নয়ন অধিদপ্তর। 

 

  • এর ধারাবাহিকতায় ১৯৯৪ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালকের কার্যালয় প্রতিষ্ঠিত হয়। মূলত: তখন এ কার্যালয়টি  উন্নয়ন প্রকল্পধারী কর্মকর্তা কর্তৃক পরিচালিত ছিল ও কুমিল্লা জেলার উপপরিচালক কর্তৃক এর কার্যক্রম নিয়ন্ত্রিত হতো। এ যুব কার্যক্রমে আরো গতিসঞ্চার ও ব্যাপক প্রসারে সুশৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে অত্র জেলায় ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় উপপরিচালকের কার্যালয়। বর্তমানে এটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে ৩০০ মিটার উত্তর দিকে এবং জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রায় ১ কি.মি. উত্তর দিকে কান্দিপাড়াস্থ ফারুকী মার্কেটসংলগ্ন মাদ্রসা রোডের ২৯৩, কাদির ম্যানসন ভবনের ৪র্থ তলায় অবস্থিত।